bKash, Payment

How to Make bKash Payment – কিভাবে বিকাশে পেমেন্ট করবেন

How To Pay in bKash
,

[/vc_column_text]

আপনি চাইলেই আপনাদের পেমেন্টগুলো বিকাশ ওয়ালেট থেকে পরিশোধ করতে পারেন। আর ঢাকার বাইরের অর্ডারে অথবা প্রি-অর্ডারের ক্ষেত্রে যেহেতু অগ্রীম পেমেন্ট বাধ্যতামূলক, তাই বিকাশ পেমেন্টের কোনো বিকল্প আমাদের এখন নেই। নিচে বিকাশ পেমেন্ট করার ধাপগুলো বর্ণনা করা হল।

আমাদের মার্চেন্ট নম্বর: 01977 499469

আপনি চাইলে বিকাশ app অথবা সাধারণ ফিচার মোবাইল ফোন থেকেও বিকাশে পেমেন্ট করতে পারবেন।

কিভাবে সাধারণ ফিচার মোবাইল ফোনের মাধ্যমে বিকাশ করবেন?

  • *247# dial করুন।
  • বিকাশ মেনু থেকে “4. Payment” অপশনটি সিলেক্ট করুন।
  • Enter Merchant Number এ আমাদের মার্চেন্ট নম্বর 01977 499469 এন্ট্রি / টাইপ করুন।
  • Enter Amount এ যে পরিমান টাকা পাঠাতে/পেমেন্ট করতে হবে তা উল্ল্যেখ করুন।
  • Reference হিসেবে আপনার ওয়েবসাইটেরঅর্ডার নম্বর অথবা আপনার নাম লিখুন।
  • Counter No. হিসেবে 1 দিন